Recent Posts

Rupa Syrup,Rupa Oral Solution,রুপা সিরাপ,রুপা সিরাপ কাজ কী, রুপা সিরাপ দাম কত

Rupa Syrup,Rupa Oral Solution,রুপা  সিরাপ,রুপা  সিরাপ কাজ কী,  রুপা  সিরাপ দাম কত 


রুপা সিরাপ এর দাম,Rupa Syrup 60 ml. price: 75 tk onley. 

রুপা সিরাপ এর কাজ কিঃ

এই রুপা সিরাপ অথবা রুপাডিং সিরাপ আপনি আপনার বাচ্চার যদি সর্দি বা নাক দিয়ে পানি পড়া বা হাঁচি হতে থাকে তাহলে আপনি এই রূপাডিন সিরাপ আপনার সন্তানকে সেবন করাতে পারেন ।অথবা যদি আপনার সন্তানের যদি এলার্জি থেকে থাকে ধুলোবালি এর পাশ দিয়ে গেলে চুলকানি হতে থাকে কিংবা হাঁচি হতে থাকে বা শরীরের অন্য কোথাও হালকা-পাতলা চুলকানি থাকে তাহলে আপনার সন্তানকে এই রূপাডিন সিরাপ সেবন করাতে পারেন। মূলত আপনার সন্তানের অ্যালার্জিজনিত সমস্যা থাকলে এই সিরাপ সেবন করাতে পারেন। 

রুপা সিরাপের উৎপাদনের ব্যবহার করা হয়েছে প্রতিটি ট্যাবলেটে আছে রুপাডিন ফিউমারেট আইএনএন যা রুপাডিন ৫ মিলিগ্রাম এর সমতুল্য।

ফার্মাকোলজিঃ

রুপাটাডিন একটি দীর্ঘমেয়াদী কার্যকরী, ননসিডেটিভ হিস্টামিন H1 রিসেপ্টর এন্টাগােনিস্ট। এটি প্লাটিলেট এ্যাকটিভেটিং ফ্যাকটরকেও (PAF) বাধা প্রদান করে। হিস্টামিন এবং PAF উভয়ই ব্রংকোকনন্ত্রিকশান করে যা ভাস্কুলার পারমিয়াবিলিটি বাড়ায় এবং প্রদাহ সৃষ্টি করে। দ্বৈত কার্যপ্রণালীর মাধ্যমে রুপাটাডিন অন্য এন্টিহিস্টামিন থেকে ভালাে কার্যকারিতা দেখায়। এছাড়াও রুপাটাডিনের অন্য এন্টিএলার্জিক বৈশিষ্ট্য আছে যেমন ইমিউনােলজিকাল এবং ননইমিউনােলজিকাল স্টিমুলাই দ্বারা মাস্ট সেলের ডিগ্রানুলেশন প্রতিরােধ, সাইটোকাইনের নিঃসরণ প্রতিরােধ; বিশেষভাবে মাস্টোসাইট এবং মনােসাইট হতে TNF a এর নিঃসরণ প্রতিরোেধ ইত্যাদি।


নির্দেশনাঃ

রুপাটাডিন সিজনাল এবং পেরিনিয়াল এলার্জিক রাইনাইটিস এবং আর্টিকারিয়া এর জন্য নির্দেশিত।


মাত্রা ও সেবনবিধিঃ

রুপা ট্যাবলেটঃ ১০ মি.গ্রা. দিনে একবার খাওয়ার আগে অথবা পরে। 

রুপা ওরাল সলিউশনঃ ২-১১ বছর বয়সী শিশু ২৫ কেজি বা বেশী ওজনের শিশু: ১ চা-চামচ (৫ মি.লি.) দৈনিক একবার খাবারের আগে অথবা পরে। ১০ কেজি বা তার সমান থেকে ২৫ কেজি ওজনের শিশু: ১/২ চা-চামচ (২.৫ মি.লি.) দৈনিক একবার খাবারের আগে অথবা পরে।

তবে অবশ্যই এই সিরাপটিভ সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিবেন।


বিপরীত নির্দেশনাঃ

রুপাটাডিন অথবা এতে ব্যবহৃত অন্য যে কোন উপাদানের প্রতি অতিসংবেদনশীলতা।


পার্শ্ব প্রতিক্রিয়াঃ

সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে ঝিমুনি, দুর্বলতা ও আবসাদ হতে পারে। ডিসপেপসিয়া,র‍্যাস এবং বেশি খাওয়ার ইচ্ছা কদাচিত হতে পারে।


সাবধানতাঃ

রুপাটাডিন ১০ মি.গ্রা. প্রতিদিন একবার সেবনে স্নায়ুতন্ত্রে এবং সাইকোমটর ফাংশন এর ওপর বিশেষ কোন প্রভাব নেই। তারপরও গাড়ি এবং যন্ত্রপাতি চালানাের সময় সতর্কতা অবলম্বন করা এবং উচিত।


বিশেষ ক্ষেত্রে ব্যবহারঃ

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে পর্যাপ্ত এবং সুনিয়ন্ত্রিত তথ্য নেই। ভ্রুণের ক্ষতির চেয়ে ওষুধ সেবনে উপকার বেশি হলে গর্ভাবস্থায় ব্যবহার করা যাবে। রুপাটাডিন মাতৃদুগ্ধে নিঃসৃত হয় কিনা তা জানা যায়নি। তাই মাতৃদুগ্ধদানকালে রুপাটাডিন সাবধানতার সাথে ব্যবহার করতে হবে।


বয়স্কদের ক্ষেত্রে ব্যবহারঃ

বয়স্ক রােগীদের ব্যবহারের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে।


লিভার ও কিডনি অকার্যকর রােগীদের ক্ষেত্রে ব্যবহারঃ

লিভার ও কিডনি অকার্যকর রােগীদের ব্যবহারের ক্ষেত্রে তথ্য পাওয়া যায়নি তাই এটি ববহার করা উচিত নয়।


ড্রাগ ইন্টারেকশনঃ

CYP3A4 ইন হিবিটর যেমন ইরাইথ্রোমাইসিন এবং কিটোকোনাজল রুপাডিনের সিস্টেমেটিক এবং  প্রিসিসিস্টেমিক মেটাবলিজম কে বাধা প্রদান করে। তাই রুপাডিনের কিটোকোনাজল ম্যাকরোলাইড অথবা অন্য CYP3A4 ইনহিবিটরের সাথে ব্যবহার করা উচিত নয়। রুপাডিন CNS ডিপেন্সেন্ট অথবা অ্যালকোহলের সাথে ব্যবহার করলে CNS ডিফেন্সেন্ট প্রতিক্রিয়া বাড়তে পারে।


এটি সংরক্ষণ করার নিয়মঃ

আলো থেকে দূরে ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে ঠান্ডা ও শুকনোস্থানে রাখুন এর সাথে সকল ওষুধ শিশুদের নাগালের বাহিরে রাখুন।

প্যাকিংঃ

রুপা ট্যাবলেটঃ প্রতিটি বক্সে আছে ৫০ টি ট্যাবলেট।
রুপা ওরাল সলিউশঃ প্রতিটি বোতলে আছে ৬০ মিলিগ্রাম ওরাল সলিউশন।

Post a Comment

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.