ইউরোকিট প্লাস সিরাপ, ইউরোকিট প্লাস দাম,Urokit Plus এর কাজ কি,Urokit প্লাস
ইউরোকিট প্লাস সিরাপ
ইউরোকিট প্লাস সিরাপ এর দাম ২০০টাকা
অনেকে জনতে চান ইউরোকিট প্লাস সিরাপ এর দাম কত। এ গায়ে মূল্য ২০০ টাকা তবে কেও কেও ১৮০কিনবা ১৯০ টাকা নেয়ে থাকেন।Urokit Plus এর কাজ কি
Urokit Plus এর কাজ হলো প্রস্রাবের জালা পোরা জন্য এটি একটি কর্য়াকারি ঔষুধ তাই যার এই গরমে আপনারা যারা প্রস্রাবের জালা পোরা নিযে সমস্যাই ভুগছেন এবং প্রস্রাবের জালা পোরা রোধে ভালো ঔষুধ কিনবা মেডিসিন খুঁজছেন মূলত আজকের পোষ্টটি তাদের জন্য।
আজ অতি গুরুত্বপূর্ণ একটি ওষুধের সম্পকে জানবো। আমারা আজ ওষুধ টির নাম হচ্ছে ইউরোকিট প্লাস এই ওষুধটি পটাশিয়াম নাইট্রেট বিপি এবং সাইট্রিক এসিড মনোহাইড্রেট বিপি 200 মিলিগ্রাম এটি একটি উরাল সলিউশন।
ঔষুধ এস কে এফ কোম্পানির একটি প্রোডাক্ট আপনারা লক্ষ করলে দেখবেন এই ইউরোকিট সিরাপ বোতলে এর মধ্যে সবুজ কালারের এই ঔষুধ রযেছে এই ইউরোকিট প্লাস ওষুধ কেন খাওয়া হয় এটি সাধারণত প্রস্রাবের যে সমস্যা অনেক সময় দেখা যায় ক্লিয়ার হচ্ছে না জ্বালাপোড়া করছে সেই ক্ষেত্রে এই ঔষুধ টি চিকিৎসক দিয়ে থাকেন এই ইউরোকিট প্লাস ঔষুধ টি খেতে হবে পানিতে মিশিয়ে।
ইউরোকিট প্লাস সেবন নিয়ম
প্রতি ৫ মিলি ইউরোকিট প্লাস ঔষুধ রয়েছে পটাশিয়াম সাইটেট বিপি ১৫০০ মিলিগ্রাম এবং সাইট্রিক এসিড মনোহাইড্রেট বিপি রয়েছে ২৫০ মিলিগ্রাম। বাজারে বিভিন্ন ধরনের ওষুধ পাওয়া যায় তবে আপনাকে সব সময় বিবেচনা করতে হবে যে মানসম্পন্ন ওষুধ কিনে সেবন করা। অনেক সময় দেখা যায় যে পাড়া-মহল্লার দোকান থেকে আমরা ওষুধ কিনে খাই বা আমরা রোগের কথা দিয়ে ফার্মাসিস্টের কাছে বললে তিনি ওষুধ দিয়ে থাকেন আবার চিনি না সেই ওষুধ কোন কোম্পানি এবং কতটুকু মানসম্পন্ন সেক্ষেত্রে আপনি যদি একটু সচেতন হন ভালো কোম্পানির ঔষধ ক্রয় করেন তাহলে আপনি ঠকবেন না এবং আপনার সমস্যার সমাধান হওয়া খুবই দ্রুত ভাবে সম্ভব হবে।
আর যে কোন ওষুধ খাবার পূর্বে আমরা বরাবরই বলে থাকে যে একজন ভাল চিকিৎসক এর পরামর্শ নিবেন এই যে ওষুধ ইউরোকিট প্লাস এটি খাওয়ার পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন আপনার সমস্যা টি চিকিৎসকের কাছে গিয়ে খুলে বলবেন তিনি যদি এই ঔষুধ প্রেসক্রিপশন করেন তাহলে আপনি এটি কিনে খেতে পারেন।
আর এই ঔষুধ এস কে এফ কোম্পানির এস কে এফ কোম্পানি যে ওষুধ কোম্পানিগুলো বাংলাদেশের রয়েছে তাদের মধ্যে অন্যতম। সুতরাং আপনি এই ঔষুধ আপনার পার্শ্ববর্তী যে কোনো ফার্মেসীতে পাবেন না পেলে আপনি পাইকারি মার্কেট গুলোতে যোগাযোগ করলে পেয়ে যাবেন।
যা হোক এটির প্যাকেটের ভিতরে নির্দেশিকা রয়েছে সেই অনুযায়ী আপনি খেতে পারেন অথবা আপনার চিকিৎসক আপনাকে যেভাবে বলবে সেইভাবে খাবেন। এই যে ইউরোকিট প্লাস ২০০ মিলিগ্রাম একটি খুচরা মূল্য গায়ে লেখা রয়েছে দুইশত টাকা আর অবশ্যই দেখে শুনে বুঝে তবেই ওষুধ গ্রহণ করুন।